• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কোম্পানীগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় ৩ জনের উপর মামলা

প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা ধসে শ্রমিকের নিহতের ঘটনায় ৩ জনকে আসামি করে মামলাদায়ের করা হয়েছে। নিহত বশিরের স্ত্রী দিলারা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে এ মামলাটি দায়ের করা হয়।মামলার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর রহমান খান জানান, মামলায় গর্তের তিন মালিককে আসামী করা হয়েছে।মামলার আসামিরা হলেন, জালিয়ারপাড় গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র শুক্কুর আলী (২৮), মৃত ইন্তাজ আলীর পুত্র হোছন মিয়া (২৭) ও বকুল মিয়া (২৫)। অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করা হয়েছে।প্রসঙ্গত, রোবরার দুপুরে স্থানীয় ইন্তাজ মিয়ার গর্তে পাথর সংগ্রহকালে টিলায় গর্ত ধসে বাশির উদ্দিন নামের এক শ্রমিক মারা যান। তিনি উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের রুপা মিয়ার ছেলে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।