• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাঁচ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তিকরণে সুপ্রিমকোর্টের সার্কুলার

প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : মামলা জট নিরসনে দেশের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিমকোর্ট।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।সার্কুলারে বলা হয়, দেশের অধস্তন আদালতসমূহে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে এবং ক্রমান্বয়ে এই মামলার জট বৃদ্ধি পাচ্ছে। বিচারাধীন মামলার মধ্যে পাঁচ বছরের অধিক পুরাতন মামলার সংখ্যাও কম নয়।ফলে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের বেশি পুরাতন মামলা নিষ্পত্তি করে ক্রমবর্ধমান মামলা জট নিরসনের বিকল্প নাই। এমতাবস্থায় দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হলো।সার্কুলারে আরো বলা হয়, প্রত্যেক আদালত/ট্রাইব্যুনালকে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বর্তমানে প্রেরিত বিচারাধীন ও নিষ্পত্তিকৃত মামলার বিবরনীর অতিরিক্ত হিসেবে উক্ত আদালতের পাঁচ বছরের অধিক পুরাতন মামলার বিবরণীও ছকে উল্লেখ করে এর তালিকা সুপ্রিমকোর্ট প্রেরণে নির্দেশ দেয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস)