• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

১৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ

প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর ট্রেন চলাচল স্বভাবিক হয়।শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.সাখাওয়াত হোসেন জানান, কুলাউড়া থেকে হাইড্রোলিক টোল ভ্যান ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর বিকেল সাড়ে ৪টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া জংশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী এরফানুর রহমান, ট্রেনের পুলিং রড ভেঙে লাইন পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর কয়েকটি ব্লক ভেঙে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বডি ফেঁসে যায়।তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রেন ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ নামে যে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে লাইনচ্যুত হয়েছে সে ট্রেনের যাত্রী ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান (এমপি)। তবে প্রতিমন্ত্রী মান্নান অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ অন্যান্য যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের একটি দল অর্থ প্রতিমন্ত্রীকে গাড়ি করে নিরাপদে ঢাকা পৌঁছে দিয়েছে।

মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালাল বলেন, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করেছে। কোনো হতাহতের খবর আমরা পাইনি।