• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঠিকাদারের ৮ লক্ষ টাকা ছিনতাই 

প্রকাশিত মার্চ ১, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঠিকাদারের ৮ লক্ষ টাকা ছিনতাই 

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা থামিয়ে সাইদুল ইসলাম নামের ঠিকাদারের কাছ থেকে ৮ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল কোর্ট রোডে এই ঘটনা ঘটে।ছিনতাইয়ে শিকার সাইদুল ইসলাম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পরাণধর এলাকার আব্দুল খালেকের ছেলে ও ঠিকাদারি প্রতিষ্ঠান আলী ট্রেডার্সের ঠিকাদার।সাইদুল ইসলাম জানান, সোনালি ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে ঠিকাদারি কাজের জন্য ৮ লক্ষ টাকা উত্তোলন করে শহরের যানজট এড়িয়ে কোর্ট রোড হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে কমলগঞ্জ যাচ্ছিলেন। এ সময় কোর্ট রোডের ‘শেভি ভিলা’র সামনে ২টি মোটরসাইকেলে করে ৬ জন ব্যক্তি তার সিএনজি অটোরিকশার গতিরোধ করে চাপাতি দিয়ে হাত কুপ মারেন। এ সময় কুপটি হাতে না লেগে তার ব্যবহৃত মোবাইল ফোনে লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।