• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সিলেটের দক্ষিণ সুরমায় পরীক্ষার্থীদের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা অতিরিক্ত ফি আদায়

প্রকাশিত এপ্রিল ১২, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমায় পরীক্ষার্থীদের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা অতিরিক্ত ফি আদায়

সিলেট সুরমা ডেস্ক : সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট হতে একডেমীর প্রধান শিক্ষক শিক্ষা বোর্ড ও কেন্দ্র ফি ব্যাতিত অতিরিক্ত ৪ লাখ ২০ হাজার টাকা আদায় করেন। অভিবাবকদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার সকাল ১০টা প্রধান শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকদের হাতে অতিরিক্ত ওই ৪ লাখ ২০ হাজার টাকা ফেরত দেন। জানা যায়, সিরাজ আহমদ একাডেমীর ২০১৭-২০১৮ সেশনের এসএসসি পরীক্ষার্থী ছিল ২৩৩ জন। মানবিক ও বাণিজ্যিক বিভাগে বোর্ড ও কেন্দ্র ফি ছিল ১ হাজার ৭শত টাকা। কিন্তু একাডেমী কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে আদায় করে ৩ হাজার ৬শত ৬০টাকা। বিজ্ঞান বিভাগে র্বোড ও কেন্দ্র ফি ছিল ১ হাজার ৭শত ৯০টাকা। প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে আদায় করে ৩ হাজার ৭শত ৫০টাকা। স্কুল কর্তৃপক্ষ প্রতি শিক্ষার্থীর নিকট থেকে আদায় করে অতিরিক্ত ১ হাজার ৯শত ৬০ টাকা। যেসব খাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন প্রধান শিক্ষক তা হলো জনপ্রতি বিশেষ ক্লাস বাবত ৯শত টাকা,মডেল টেস্ট ১শত টাকা সেশন ফি ৬শত টাকা,তিন মাসের বেতন ৩শত ৬০টাকা। বোর্ড ও কেন্দ্রের নির্দিষ্ট ফি ব্যাতিত শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করায় অভিবাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে একজন অভিবাবক ২০১৭ সালের ১৪ ডিসেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে গত ৮ মার্চ জেলা শিক্ষা অফিসারের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। বিষয়টি তদন্তে সত্যতা প্রমাণিত হলে ১ এপ্রিল জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান স্বাক্ষরিত পত্রে ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত টাকা ফেরত দিতে একাডেমী কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই পত্রের ভিত্তিতে গতকাল বুধবার সকালে ২৩৩ জন শিক্ষার্থী ও অভিবাবকদের হাতে অতিরিক্ত আদায়কৃত ৪ লাখ ২০ হাজার টাকা ফেরত দেন একাডেমীর প্রধান শিক্ষক মো: বেলাল আহমদ। প্রতি শিক্ষার্থী ১ হাজার ৯শত ৬০ টাকা করে ফেরত পেয়ে শিক্ষার্থী ও অভিবাবকরা আনন্দিত। এ ব্যাপারে সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মো: বেলাল আহমদ জানান, অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে অতিরিক্ত ফি ফেরত দেওয়া হলো।