• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহাজোটের প্রার্থী কে?

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা নিয়ে সিলেট-৫ আসন। রোববার এই আসনে আওয়ামী লীগ থেকে সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদারকে মনোনয়ন দেওয়া হয়। এর একদিন পরই সোমবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন পান ওই আসনের বর্তমান সাংসদ সেলিম উদ্দিন।

নিজেদের দল থেকে দু’জনই মনোনয়ন পাওয়ার ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে- এ আসনে এবার কে হচ্ছেন মহাজোটের প্রার্থী?

গত দুই নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। রোববার আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। তবে প্রায় ৭০টি আসন রেখে দেওয়া হয় জোটের শরীকদের জন্য। ওই আসনগুলোতে নিজেদের প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

তবে সিলেট-৫ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেওয়ার পরও এ আসনে নিজেদের আলাদা প্রার্থী দেয় জাতীয় পার্টি।

এতে করে এই দুই দলের নেতাকর্মী ও ভোটাররা পরেছেন দ্বন্দ্বে। দুইজনই প্রার্থী থাকবেন নাকি শেষপর্যন্ত একজনকে বেছে নেওয়া হবে- এ নিয়ে দ্বিধায় তাঁরা।

২০০৮ সালের নির্বাচনে এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন হাফিজ আহমদ মজুমদার। আর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম উদ্দিন।