• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

অসুস্থ হরিয়াল উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮
অসুস্থ হরিয়াল উদ্ধার

সিলেট সুরমা ডেস্ক : শ্রীমঙ্গলের দেববাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছেন অদিতি দেব নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাখিটি হস্তান্তর করা হয়।

পাখিটির উদ্ধারকারী অদিতি দেব জানান, বুধবার দেববাড়ি রোডস্থ তার বাড়ির পাশের একটি গাছের নিচে হরিয়াল পাখিটি পড়ে ছিলো। তিনি পাখিটি তুলে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে কিছুটা সেবা শুশ্রুষা করে কয়েকদিন বাড়িতে রেখে সুস্থ করে তুলে শনিবার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে লোকদের কাছে তুলে দেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, পাখিটি খুবই অসুস্থ। আমরা অসুস্থ এই পাখিটি সুস্থ করে তুলতে কাজ করছি। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে আকাশে অবমুক্ত করে দেওয়া হবে।

সেইভ আওয়ার আনপ্রোটেক্টেড লাইফ (সউল) এর নির্বাহী পরিচালক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ তানিয়া খান বলেন, হরিয়াল এক ধরনের ফলভূক বৃক্ষচারী পায়রা জাতীয় পাখি। হরিয়ালের বৈজ্ঞানিক নাম ‘ট্রেরন’। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল আছে। গ্রামাঞ্চলে বটপাকুড় বা ডুমুর গাছে এদের দেখতে পাওয়া যায়।