• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখতে হবে

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯
বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখতে হবে

সিলেট সুরমা ডেস্ক : উপার্জনকারী সন্তানকে ষাটোর্ধ্ব মা-বাবার জন্য তাঁর আয়ের ৫ থেকে ১০ শতাংশ ব্যাংকে জমা দিতে হবে। বৃদ্ধ বয়সে মা-বাবার দেখভালে অর্থনৈতিক নিশ্চয়তার জন্য নেপাল সরকার এই নতুন আইন চালু করতে যাচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা কুন্দন আরিয়ালের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, মন্ত্রিপরিষদের বৈঠকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ সংশোধন করে একটি নতুন বিল উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

পিটিআইকে আরিয়াল জানান, এই বিলের মূল লক্ষ্য হলো বয়স্ক লোকজনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

নতুন বিধান অনুযায়ী, বৃদ্ধ বাবা-মায়ের নামে ব্যাংকে সন্তানদের তাদের আয়ের ৫ থেকে ১০ শতাংশ জমা রাখতে হবে।

আরিয়াল বলেন, এমন অনেক ঘটনা আছে, যেখানে সন্তানেরা অনেক ধনী হওয়া সত্ত্বেও বাবা-মাকে অবহেলা করেন। এ ধরনের আচরণকে নিরুৎসাহিত করতে বৃদ্ধ বাবা-মাকে আর্থিক নিশ্চয়তা দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে সিনিয়র সিটিজেন অ্যাক্ট-২০০৬ অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সী মানুষকে সিনিয়র সিটিজেন বলা হয়।