• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাটি চাপায় হবিগঞ্জে শ্রমিক নিহত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৯
মাটি চাপায় হবিগঞ্জে শ্রমিক নিহত

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জে মাটি চাপা পরে মো. জনি মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১১টার দিকে শহরের গরু বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলনের সময় মাটি ধ্বস হলে এ দুর্ঘটনাটি ঘটে বলে  নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) সহিদুর রহমান।

তিনি জানান, নিহত জনি সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে। এদিকে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- সদর উপজেলার রিচি গ্রামের এখলাছ মিয়া (২৫) ও সুমন মিয়া (২০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনি মিয়াসহ ৫-৬ জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলতে যায়। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়ে তারা। এক পর্যায়ে উপর থেকে মাটি ধ্বসে পড়লে ওই শ্রমিকরা মাটির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালেও ঘটনাস্থলেই জনি মিয়ার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে চাপা পড়ার কারণে শ্বাস বন্ধ হয়ে জনি মিয়ার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।