• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চা চাই ! চা ? ইংরেজদের আকর্ষনীয় ও চটকদার বিজ্ঞাপন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
চা চাই ! চা ? ইংরেজদের আকর্ষনীয় ও চটকদার বিজ্ঞাপন

Manual8 Ad Code

ফারুখ আহমেদ।।

Manual1 Ad Code

পানির পরেই চা বিশ্বে সর্বাধিক পান করা পানীয়। আমাদের দেশে চায়ের প্রচলন শুরু হয় ১৮৫৫ সালের পর। সে সময় ব্রিটিশরা প্রথম সিলেটের পাহাড়ি অঞ্চলে চা গাছ খুঁজে বের করে। আমাদের দেশে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু ১৮৫৭ সালে সিলেটের মালিনিছড়া চা বাগানে। চা পান করার জন্য সে সময় ইংরেজদের রীতিমত বিজ্ঞাপন দিতে হয়েছে। সেসব আকর্ষনীয় ও চটকদার বিজ্ঞাপন বিভিন্ন রেলষ্টেশনে সাঁটা থাকতো। বিজ্ঞাপনের প্লেটগুলো বছর দুয়েক আগে চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। ছবিতে পাঠকদের জন্য তার এক ঝলক।

Manual2 Ad Code

Manual2 Ad Code

 

 

ফিচার ছবি: লেখক

Manual4 Ad Code