ঢাকা ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯
হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর,
তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়।
হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর।
হে মহাবীর — তুমি জন্মেছিলে এই বাংলায় করেছিলে মোদের ধন্য,
তোমার নেএিত্বে আমরা আজ ও অটল তাই তো হয়নি আর কেউ পাকিস্তানি হানাদারদের পণ্য।
হে মহাবীর — তুমি ছিলা অলৌকিক এক তীর,
তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমও্বের দেশ,
তুমি জন্মেছিলে বলেই — আমরা স্বাধীন ভাবে বলছি কথা তাইতো আছি বেশ।
তুমি জন্মেছিলে বলেই — আমরা পেয়েছি বাঙালি জাতীর,
প্রতিক — লাল সবুজে একটি পতাকা যেখানে আছে বাঙালি জাতীর– স্বাধীনতার আনন্দ উল্লাসের কথা।
তুমি জন্মেছিল বলেই — পূর্ব আকাশে সূর্য ওঠে পাখিদের গানের সুরে,
দেশকে করেছি সোনার বাংলা ভরিয়ে গিয়েছে নূরে।
হে মহাবীর — তুমি ছিলে অলৌকিক এক তীর তোমার নেএিত্বে পেয়েছি আমরা সোনার বাংলার নীড়।
উৎসর্গে — জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
উনার ৯৯ তম জন্মদিনে।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি