• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন’-এর যাত্রা শুরু

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯
‘জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন’-এর যাত্রা শুরু

মানবতার সেবায় কাজ করার মহান লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে জকিগঞ্জ উপজেলার প্রবাসীদের অনলাইন ভিত্তিক সমাজ সেবামূলক সামাজিক সংগঠন “জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন”।
‘ঐক্য, ন্যায় ও সততার সাথে, এগিয়ে চলি একসাথে’ এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে এক ঝাঁক তরুন উদীয়মান জকিগঞ্জের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী সূর্য সন্তানদের উদ্যোগে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি অনলাইনে এক সাধারন সভার মাধ্যমে সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়।
ইংল্যান্ড প্রবাসী এ.সি. আজাদ চৌধুরীকে আহবায়ক করে (১৭) সতের সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহবায়ক মাওলানা কামরুল ইসলাম(ওমান), হেলাল আহমদ(সৌদি আরব), কামাল হোসেন (আরব আমিরাত), লায়েছ আহমেদ মিনু (ব্রাজিল), সোহেল আহমদ রাহেল(আরব আমিরাত), সদস্য সচিব- কয়েছ আহমদ(আরব আমিরাত), সদস্য- জুনেদ আহমদ চৌধুরী(দক্ষিণ কোরিয়া), রুলী চৌধুরী(ইংল্যান্ড), নাজমুল ইসলাম চৌধুরী(সৌদি আরব), আজিজুর রহমান খান (সোদি আরব), আশরাফুল আলম(আরব আমিরাত), আব্দুল আলীম লস্কর(বাহরাইন), জাবের বিন ওয়াহিদ(আরব আমিরাত), মোহাম্মদ বেলাল আহমদ(আরব আমিরাত), মোহাম্মদ কাওছার আলম(আরব আমিরাত), মাওলানা হোসাইন আহমদ(ওমান)।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রবাসীদেরকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে নবগঠিত আহবায়ক কমিটি কাজ করে যাচ্ছে। এ সংগঠন সংশ্লিষ্ট এলাকার অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সাধারণ জনতার মাঝে আশার সঞ্চার হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।