ঢাকা ২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
সিলেট সুরমা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি দল উইং কমান্ডার মোঃ আসাদুজ্জামান, মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে ২৮ অক্টোবর ২০১৯ ইং তারিখ বিকাল ৪ টায় বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন জাঙ্গাল এলাকা হতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-২০, তারিখ ২২/০৯/২০১৯ ইং ধারাঃ ৩০২/৩৪ এর এজাহারভূক্ত ০২ জন প্রধান পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। উল্লেখ্য যে মৃত এবদাল মিয়ার সাথে তার ছোট ভাই কামাল মিয়ার জমিজায়গা- সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ২২/১০/২০১৯ ইং তারিখে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, পরে একই দিনে বিকেলে স্থানীয় চৌমুহনী বাজার থেকে একটি মোটরসাইকেলে এবদাল মিয়া বাড়িতে ফিরছিলেন। পথে ঘাতক তার ছোট ভাই কামাল মিয়ার নেতৃত্বে একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে প্রচন্ড রকমের মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় এবদাল মিয়াকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ আবুল বাশার ওরফে কামাল (৪০), পিতা- মৃতঃ হাজী গোলাম ফজল, ২। মোসাঃ কোহিনুর আক্তার (৩৫), স্বামী- মোঃ আবুল বাশার ওরফে কামাল , উভয় সাং- জয়পুর ,থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ । গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি