ঢাকা ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
সিলেট সুরমা ডেস্ক : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ছাড়িয়েছে। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বাল্টিমোরভিত্তিক এ বিশ্ববিদ্যালয় জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টা (গ্রিনিচ মান সময় শুক্রবার ০০৩০টা) পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ২৮২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৭৩ জনে। আক্রান্তের ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে ৩ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যু এ সংখ্যার সাথে যোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যা পূর্বের হিসাবে অন্তর্ভূক্ত ছিল না।
এ সপ্তাহে নিউইয়র্ক সিটি জানায়, করোনাভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৭৮ জনকে তারা তাদের মোট মৃত্যু সংখ্যার সাথে যোগ করবে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্র করোনাভাইরাসে ৩৩ হাজার ৪৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এ সংখ্যার মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যুর সংখ্যা ৪ হাজার ২২৬ জন অন্তর্ভূক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈশ্বিক করোনাভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে। তবে, ইতালির জনসংখ্যা যুক্তরাষ্ট্রের এক-পঞ্চমাংশ।
স্পেনে করোনাভাইরাসে মারা যাওয়ার সংখ্যা বেড়ে ১৯ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। সেদিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে মোট ১৮ হাজার ৬৮১ জন।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি