• ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কানাইঘাটে এবাদ হত্যার আসামী আটক

প্রকাশিত মে ২০, ২০২০

:
সিলেট সুরমা ডেস্ক:
কানাইঘাটে আলোচিত এবাদ হত্য মামলার এজহার নামীয় ৬ নাম্বার আসামী ছালিক আহমদকে (৪৫) আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ছত্রপুর গ্রামের পার্শ্ববর্তী ফেকু বিল হাওর থেকে তাকে আটক করা হয়। এনিয়ে এবাদ হত্যার তিনজন আসামীকে আটক করা হলো।
পুলিশ জানায়, আসামী ছালিক হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলো। মঙ্গলবার ফেকু বিলে নিজের মহিষ দেখভাল করতে যান তিনি। এসময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানাপুলিশ এসে ছালিককে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান আসামীসহ বাকী আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ এপ্রিল কানাইঘাটের ছত্রপুর গ্রামে খুন হন এবাদ। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করে তাকে।