• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহীদ জিয়া’র ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা বিএনপি’র দোয়া মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত মে ৩১, ২০২০
শহীদ জিয়া’র ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা বিএনপি’র দোয়া মাহফিল

সিলেট সুরমা ডেস্ক : যথাযোগ্য মর্যাদা এবং বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, গণতন্ত্র, উন্নয়ন-সমৃদ্ধি ও সততার প্রতীক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। পাড়ায় মহল্লায় দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণা’সহ ব্যাপক ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে সিলেট’সহ সকল উপজেলায় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বাদ এশা নগরীর শিবগঞ্জস্থ একটি বাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার, গণতন্ত্র, উন্নয়ন-সমৃদ্ধি ও সততার প্রতীক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তাঁরছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি সম্প্রতি বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে অসুস্থ ও মারা যাওয়া ব্যক্তিদের আত্মার শান্তি চেয়ে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট আশিক উদ্দীন ,আহমেদুর রহমান চৌধুরী মিলু, যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী,জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দীন লস্কর, ইসতিয়াক আহমদ সিদ্দিকী,সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা এডভোকেট আবু তাহের চৌধুরী, কয়েছ আহমদ, রায়হান আহমদ প্রমুখ।