ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম হাজীপুর জামে মসজিদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মসজিদ কমিটির মতওয়াল্লি হাজী মো. মুক্তার আলী, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া এবং কোষাধক্ষ্য রেজওয়ান আহমদ রেজু সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার (২২জুন) হাজীপুর গ্রামের সর্বস্থরের জনসাধারণের সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করেন ৫ নং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত। কমিটি গঠন অনুষ্ঠানে চেয়ারম্যান ইকরাম হোসেন বখত তার বক্তব্যে বলেন, দক্ষিণ সুরমা সিলামের মধ্যে একটি সু-শৃঙ্খল ও আদর্শ গ্রাম হচ্ছে হাজীপুর। এ গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। তাই সবার সম্মতি ক্রমে গঠিত এ কমিটি হাজীপুর জামে মসজিদের নতুন নির্মাণ ও মসজিদ এবং গ্রাম উন্নয়নের লক্ষ্যে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করবেন। পরে তিনি নব-গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলাম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আলী ইমাম ও হাজীপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। নব-গঠিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি মো. সফর আলী, মো. আব্দুল মুকিত ফখরু, মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আছকর আহমদ মিতুল, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম মাছুম, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আমিনুর রহমান চৌধুরী শুয়েব, মো. ছালিক মিয়া, সুলতান সুমন, মিনহাজুল ইসলাম, ময়জুল আহমদ। তাছাড়া, কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, হাজী আনোয়ারুল ইসলাম, হাজী শফিক আলী, লুৎফুর রহমান লুতু, মাহবুবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট তোফায়েল আহমদ চৌধুরী বেলাল, জহুর আলী, ঈসমাইল আলী ।-বিজ্ঞপ্তি
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি