• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ওসমানী হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিকের মায়ের মৃত্যুর অভিযোগ : স্বজনদের মারপিট

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
ওসমানী হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিকের মায়ের মৃত্যুর অভিযোগ : স্বজনদের মারপিট

সিলেট সুরমা ডেস্ক : সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় মারা গেছেন ফটো সাংবাদিক ফুল মিয়ার মা। মারা যাওয়ার পর রোগীর আতœীয়-স্বজনরা প্রতিবাদ করলে ডাক্তারসহ স্টাফরা গেইট বন্ধ করে তাদের উপর হামলার অভিযোগ উঠে। হামলাকারীরা হেমলেট পরিহিত ছিল বলে জানা যায়। ওই সময় একজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
পরে ভুল চিকিৎসায় মারা যাওয়া সাংবাদিকদের পরিবারের সঙ্গে বসেন হাসপাতালের উপ-পরিচালক।
তিনি ভুল চিকিৎসায় মারা যাওয়ার ঘটনাটি স্বীকার করে বলেন, রোগীর মারা যাওয়ার মতো অবস্থা ছিলো না, তবে কিভাবে মারা গেলেন তা দেখার আশ্বাস প্রদান করেন।
এ ঘটনায় হাসপাতাল পুলিশের নিকট একটি অভিযোগ প্রদান করেছেন ভুল চিকিৎসায় মারা যাওয়া মহিলার ছেলে সাংবাদিক ফুল মিয়া। এ ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক আবুল কালাম হাসপাতালের রোগীর স্বজনদের মারপিট ও ভুল চিকিৎসায় মারা যাওয়া বিষয়ে অবগত হয়ে বুধবার ভিকটিম পরিবার ও সাংবাদিকদের সঙ্গে বসবেন বলে জানান।
এদিকে সাংবাদিক ফুল মিয়া জানান, ডাক্তারের নিকট বার বার ধরনা দেওয়ার পর ডাক্তার বা সিস্টার কেউ আসেন নি। পরে যে সিস্টার এসে তার মাকে ইনজেশন পুষ করেন তার ইনজেকশন পুষ করার ৫ মিনিটের মাথায় তার মা মারা যান।