• ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাংগঠনিক কর্মতৎপতার প্রিয় মুখ বাবলু হোসেন হৃদয়

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২১
সাংগঠনিক কর্মতৎপতার প্রিয় মুখ বাবলু হোসেন হৃদয়

বিশেষ প্রতিনিধি : সেই ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো একজন দক্ষ সংগঠক হওয়ার।  ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণ হতে লাগলো।

স্বপ্ন বিলাসী সেই তরুণের নাম বাবলু হোসেন হৃদয়।  সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে তার জন্ম।

সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহনকারী বাবলু হোসেন হৃদয় সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা।

কদমতলীতে অবস্থিত মদিনা হোন্ডা এন্ড সার্ভিসিং সেন্টারের প্রতিষ্ঠাতা।

সিলেট জেলা মটর ওয়াকসপ মেকানিক্স ইউনিয়ন রেজি নং চট্র ২৬২৪ এর সাবেক সফল যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে সিলেট জেলা মটর ওয়াকসপ মেকানিক্স ইউনিয়ন রেজি নং চট্র ২৬২৪ এর জকিগঞ্জ রোড শাখার সাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনকে ঐক্যবদ্ধ করতে করেছেন রাত দিন বিরামহীন পরিশ্রম।

সেই বাবলু হোসেন হৃদয় এবার সিলেট জেলা মটর ওয়াকসপ মেকানিক্স ইউনিয়নের আগামী নির্বাচনে যুগ্ম-সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবলু হোসেন হৃদয় বলেন, আমার স্বপ্ন সিলেট জেলা মটর ওয়াকসপ মেকানিক্স ইউনিয়নের সকল মেহনতি শ্রমিক ভাইদের মুখে হাসি ফোটানো।

তিনি সংগঠনকে আরো গতিশীল করার জন্য প্রাণপণ চেষ্ঠা অব্যাহত রাখবেন। সংগঠনটি আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবার পাশাপাশি শ্রমিক ভাইদের কল্যানে আজীবন কাজ করতে চান তিনি।