• ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বিয়ের পিড়িঁতে বসছেন পরীমণি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : অবশেষে বিয়ের ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। এক দিকে যখন সারা বছর ধরে বিচ্ছেদের ডঙ্কা বাজছে, সেখানে তার এই ঘোষণা আনন্দের।

পরী বরাবরি স্ট্রেইট কাট, সে লুকোচুরি একবারেই করেন না। বড় পর্দার গ্লামারাস নায়িকা হলেও ব্যক্তিজীবনে তিনি আরও আট দশ জন সাধারন নারীর মতই থাকেন।

নিজেই জানিয়েছেন সাংবাদিক তামিমের সাথে প্রেমের সম্পর্কের কথা। দুজনই সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্ম ফেসবুকে বিষয়টি স্বীকার করে নিয়েছেন। প্রেমিকের সাথে এখানে সেখানে ঘুরে বেড়ানোর তথ্য ও ছবি নিয়মিত আপডেট করেন পরীমনি।

দুজনের ভালোবাসার পারদ এখন বেশ উর্ধ্বমুখী। প্রায়ই নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেন। এবারও তাই গতকালের একটি পোস্টের মাধ্যমে তিনি জানালেন, ‘বিয়েটা তাহলে পুরান ঢাকাতেই করেতেছি’। এই স্ট্যাটাসের পর থেকে মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। অনেক নামি, খ্যাতিমান পরিচালক ও সিনেমা সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।