• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ’র জয়লাভ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০১৯
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ’র জয়লাভ

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল টুর্ণামেন্ট ২০১৯-এর গ্রুপ পর্বের প্রথম ম্যাচের বিজয়ী ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ’র খেলোয়ারবৃন্দ।

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল টুর্ণামেন্ট ২০১৯-এ সিলেট অঞ্চলের গতকালের খেলায় সিলেট নগরীর ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ ৮ রানে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলাকে হারিয়েছে। গতবারের সিলেট জেলা চ্যাম্পিয়ন ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এবারের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাহজালাল জামেয়া পাঠানটুলার বিরুদ্ধে প্রথম ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে । জবাবে ব্যাটিংয়ে নেমে শাহজালাল জামেয়া ২৭.৪ ওভারে ১২৬ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারিয়ে । ব্লু বার্ড স্কুলের পক্ষে অধিনায়ক নাবিল ২৯ রান, সাজিদ ১৯ রান, অরুনাভ ১৪ রান ও বোলিংয়ে মিনহাজ ৮ ওভারে ২৭ রানে ৩ উইকেট, সাফি ৩.৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট, সৌরভ ২ ওভারে ১৫ রানে ১ উইকেট, মুনসাত ৬ ওভারে ৩১ রানে ১ উইকেট লাভ করেন। জবাবে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার জুয়েল ৪১ রান, সানি ২২ রান, মোস্তফা ১৭ রান করেন। বোলিংয়ে শাহজালাল জামেয়ার জুয়েল ৮ ওভারে ৩০ রানে ৬ উইকেট, নাদিম ৬ ওভারে ১০ রানে ২ উইকেট, আজিম ৬ ওভারে ১৭ রানে ১ উইকেট ও সিয়াম ৬ ওভারে ৩০ রানে ১ উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শাহজালাল জামেয়ার জুয়েল। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইসমত আলী ও ফয়েজ আহমদ। স্কোরার হিসেবে ছিলেন মো: সোহেল রানা ও আব্দুল মজিদ। এই খেলাটি সিলেট নগরীর এম সি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।