
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক সাঈদ হোসাইনকে বড়লেখা বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৯ জুন) সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা সাঈদ হোসাইন বড়লেখা উপজেলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুতিউর রহমানের ছেলে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাকে একটি রাজনৈতিক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
ছাত্রলীগ নেতা সাঈদ হোসাইন গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে সস্তি বিরাজ করছে। এলাকাবাসী বলেন, সাঈদ আওয়ামী লীগ আমলে স্থানীয় মানুষের উপর দমন-নিপিড়ীন চালিয়েছেন।
সাঈদের বাবা মুতিউর রহমান বিগত আওয়ামীলীগ এর সময় জোরপূর্বক এলাকার মসজিদ কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করেন। এলাকাবাসীর বিরোধিতায় তিনি সে পদে বসতে ব্যর্থ হন। পরে এক জুমার দিনে নামাজ শেষে ছেলে ও ভাতিজা এবং সদর ইউনিয়ন যুবলীগ এর ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম সহ এলাকার আওয়ামী সমর্থকদের নিয়ে মসজিদের মুসল্লিদের ওপর হামলা চালান। গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হন তিনি। ক্ষিপ্ত হয়ে মুসল্লিদের জামায়াত-শিবির আখ্যা দিয়ে মামলা দায়ের করেন। এতে অনেক গরিব মানুষকে জেল খাটতে হয় এবং পরে মোটা অংকের অর্থের বিনিময়ে মীমাংসা হয়।