• ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হানসিকা মাতওয়ানির ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস 

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০১৯
হানসিকা মাতওয়ানির ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস 

hansika motwani

বিনোদন ডেস্ক :
একান্ত ব্যক্তিগত মুহূর্তে কিছু ছবি নিজের ফোনে তুলেছিলেন অভিনেত্রী হানসিকা মাতওয়ানি। হঠাৎই দেখেন, সে সব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে সমস্যাটা বুঝতে না পারলেও পরে অভিনেত্রী বুঝতে পারেন, তার ফোন হ্যাক করা হয়েছে। আর সেখান থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। তার প্রায় ২৪ ঘণ্টা পরে টুইটারে গোটা ঘটনাটি জানিয়েছেন হানসিকা।  তিনি লেখেন, আমার ফোন এবং টুইটার হ্যাক করা হয়েছে। ফলে যে কোনও মেসেজের উত্তর দেবেন না।

আমার টিম গোটা ঘটনাটি আয়ত্তে আনার চেষ্টা করছে। বলিউড ও তামিল ছবির নায়িকা হানসিকা। অভিনয়ের পাশাপাশি বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তিনি।